ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রূপগঞ্জে সাংবাদিকের জমির সীমানা প্রাচীর ও ঘর ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ১ মার্চ ২০২৫ | আপডেট: ১৬:৩২, ১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ার টিভির সাংবাদিক রাশেদুল ইসলামের জমিরসীমানা প্রাচীর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ভোরে রূপগঞ্জের কেয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই সাংবাদিক রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযুক্ত মো. আদর রূপগঞ্জের জিএম ফর্টিস গ্রুপের কর্মকর্তা। ভুক্তভোগী রাশেদুল ইসলাম দৈনিক মানবকণ্ঠ ও বেসরকারী এশিয়ার টিভির স্টাফ রিপোর্টার।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, রূপগঞ্জের কেয়ারিয়া মৌজার ২.০৬ শতাংশ জমি বায়না সূত্রে মালিক হয়ে চারদিকে ইটের দেওয়াল বাউন্ডারি নির্মাণ করেছি। এছাড়া ওই জমিতে টিনশেড ঘর নির্মাণ করে ও চারদিকে গাছাপালা রোপন করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। এই অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারী রাত ১০টা থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে মো. আদরের নির্দেশে তার লোকজন হামাড় ও হাতুরি সহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে আমার জমিতে অনধিকার প্রবেশ করে ইটের দেওয়াল ভাঙচুর করে। এছাড়া টিনশেড ঘর ও গালপালা কুপিয়ে লন্ডভন্ড করে নষ্ট করে দেয়। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল। জমি সংক্রান্ত বিষয়ে থানায় থেকে সিদ্ধান্ত দিতে পারি না। তবে সংশ্লিষ্ট কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলার যেন অবনতি না হয় সে বিষয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি।


আলী/এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি