ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রূপালী ব্যাংকের লিখিত পরীক্ষা বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ২০:২৬, ৩০ মার্চ ২০১৮

প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার অনুষ্ঠিত রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

জানা গেছে, ঢাকা মহানগর মহিলা কলেজে আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কালবৈশাখী ঝড়ের কারণে দুই দফায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন কমিটি। ৩২৮টি পদের বিপরীতে মোট চার হাজার চাকরি প্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, আজ পরীক্ষার সময় হঠাৎ কালবৈশাখীর কারণে প্রথমে আধা ঘণ্টা এবং শেষ দিকে আধা ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে শিক্ষার্থীরা সমস্যায় পড়ে। এ কারণেই লিখিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে এ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি