ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেডিও অনুষ্ঠান নির্মাণ করছেন মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সারা বছর নিজের পেশাগত কাজগুলোকেই প্রাধান্য দেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। সারা বছর ব্যস্ত থাকেন অফিস নিয়ে। আর উৎসবের আগে তাঁকে পাওয়া যায় নাটক-টেলিছবির শুটিং সেটে। কিন্তু এবার মিথিলা নতুন এক কাজে নামছেন। অফিস, শুটিং সেট ছাড়াও মিথিলাকে পাওয়া যাবে রেডিও স্টেশনে। তিনি একটি রেডিও অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন।


এখনো অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হয়নি। তবে রেডিও অনুষ্ঠান বিষয়ে গবেষণামূলক তথ্য সংগ্রহের কাজ এগিয়েছে অনেক দূর। মিথিলা গণমাধ্যমকে বলেন, গ্রাউন্ড ওয়ার্ক পুরোপুরি শেষ হলে চূড়ান্তভাবে রেডিও শো সম্পর্কে সব তথ্য জানাতে পারব।


অনুষ্ঠানটি হবে আরলি চাইল্ডহুড বিষয়ে। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে স্নাতকোত্তর করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গত বছরই পেয়েছেন চ্যান্সেলর গোল্ড মেডেল। নিজের দখল থাকা এই বিষয় নিয়ে তিনি কথা বলবেন রেডিওতে। ঈদের কাজের চাপ শেষ করে তাই এখন মিথিলার মাথায় নতুন রেডিও অনুষ্ঠানের ভাবনা। অফিসের প্রতিদিনের কাজের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন অনুষ্ঠানের জন্য তথ্য সংগ্রহের কাজ। এরপরই আসবে বিস্তারিত ঘোষণা।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি