রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের রুটে আমদানী করা ২০টি কোচ শিগগিরই চলাচল করবে
প্রকাশিত : ১২:৪৭, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪৭, ৬ এপ্রিল ২০১৬
ভারত থেকে আমদানী করা অত্যাধুনিক ২০টি কোচ শিগগিরই চলাচল করবে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে। এতে যাত্রী সেবার মান বৃদ্ধির পাশাপাশি রাজস্ব বাড়বে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
পরিচ্ছন্ন এই কোচগুলো অপেক্ষা করছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। শিগগিরই যুক্ত হবে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে।
১৮৭০ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা পুরনো কোচ দিয়েই এতদিন চলত যাত্রীসেবার কাজ। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো নতুন কোচ সংযোজনের। অবশেষে পূরণ হচ্ছে সেই দাবি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ভারত থেকে আমদানী করা নতুন ২০টি কোচ চলাচল করবে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে ভারত থেকে ১শ’টি আর ইন্দোনেশিয়া থেকে আরো ১শ’ ৫০টি কোচ যুক্ত হবে রেলের বহরে।
নতুন কোচ যোগ হওয়ার খবরে উৎফুল্ল এই অঞ্চলের মানুষ। ব্যবসা বাণিজ্যের প্রসারে নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
আরও পড়ুন