ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১, আহত ২৭

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ২৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:৫৩, ২৯ ডিসেম্বর ২০২২

সিরাজগঞ্জের কড্ডা রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার কড্ডা মোড় রেলগেটে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন সঙ্গে ঠাকুরগাঁতে হতে মুন্সিগঞ্জ গামী যাত্রীবাহী বাস তাজ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে গুরুতর আহত অবস্থায় বাসের সুপারভাইজার বাবুল (৪০)কে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করে। এছাড়া আরও  ২৭ জনকে আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

কড্ডার মোড় এলাকার প্রত্যাক্ষদর্শী আব্দুল মালেক বলেন, আজ ভোর থেকেই প্রচণ্ড কুয়াশায় অন্ধকার হয়ে আছে। সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা এক্সপ্রেস আসার সময়ে সিরাজগঞ্জ কড্ডা সড়কের ক্রসিংয়ে গেটম্যান না থাকায় বার তোলা ছিল। এসময় তাজ এক্সপ্রেস বাসটি দ্রুত পার হতে গেলে বাসের পিছনে ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনারস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আহত ২৭ জনের মধ্যে আরেক বাবুল নামের একজনকে ঢাকা রেফার্ড করা হয়েছে। বাসের যাত্রী সবাই শ্রমিক কাজের জন্য ঠাকুরগাঁও হতে মুন্সীগঞ্জ জেলায় যাচ্ছিলেন বলে জানান তিনি।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: ফয়সাল আহম্মদ বলেন, আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক। একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি