ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

‘রেসকোর্স ময়দান থেকে বলছি’ বইয়ের মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ১৬ আগস্ট ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘রেসকোর্স ময়দান থেকে বলছি’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বৃহস্পতিবার বিকালে আমতলী পৌরসভার হল রুমে সুলতান মাহমুদ রচিত এই কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এসময় কবি সুলতান মাহমুদ ‘আমি মুজিবকে দেখেছি’ কবিতাটি আবৃতি করেন। বইটিতে বঙ্গবন্ধুকে নিয়ে ৫৪ টি কবিতা রয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দু’লাখ নির্যাতিত মা-বোনের করকমলে উৎসর্গ করেছেন এই বইটি।

এসএম পাবলিকেকেশন্স বইটি প্রকাশ করেছে। কবি সুলতান মাহমুদ বরগুনার আমতলী উপজেলার টেপুরা গ্রামের সন্তান।

কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলওয়ার, পৌরসভার মেয়র মতিয়ার রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি