ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রোনাল্ডিনহোর ছেলে নিজের প্রতিভায় খেলতে চায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ১৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৫৭, ১৮ আগস্ট ২০১৮

সাধারণত ছেলেরা হন বাবার মতো। সাধারণ বাড়ির ছেলের কাছে পাড়া-পড়শি, আত্মীয়-স্বজনের প্রত্যাশা অনেক সময় এমন না-ও থাকতে পারে। কিন্তু সেলিব্রিটি বাবার ছেলে হলে আর রক্ষে নেই! বাবা বিখ্যাত হলে ছেলেকেও তার মতো হতে হবে। এমন একটা আপ্ত ধারণা এ সমাজে রয়েছে। আর তাতেই অনেক সময় মাথায় প্রত্যাশার পাহাড় নিয়ে মাঠে নামতে হয় ছেলেকে।

ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডিনহোর ছেলে। ফুটবল ট্রায়াল দিতে গিয়ে বাবার নাম একবারের জন্যও বলল না সে। এমনকী পরিচয় জানাজানি হতে বেশ অস্বস্তিতেই পড়ল রোনাল্ডিনহোর ছেলে। হোয়াও মেন্দেস নিজের প্রতিভার জোরেই বড় ক্লাবে খেলতে চায়।

বয়স মাত্র ১৩। স্কিল ও টেকনিকের বিচার করলে রোনাল্ডিনহোর সঙ্গে অনেক মিল। এতো অল্প বয়সেই হোয়াও তার প্রতিভার ঝলক দেখিয়েছে। ব্রাসিলিয়াতে বাবার পুরনো ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের ট্রায়ালে অংশ নিয়েছিল রোনাল্ডিনহোর ছেলে। এরপর ক্রুজেইরোর ট্রায়ালেও গিয়েছিল সে। তবে দুই জায়গাতেই হোয়াও নিজের পরিচয় গোপন করলো। নাম গোপন করার কারণ, বাবার জন্য তাকে দলে নেওয়া হোক এমনটা চায় না মেন্দেস।

জানা গেছে, ট্রায়ালেই স্কাউটদের মুগ্ধ করেছেন হোয়াও। ইয়ানানিনা নাতালিয়া মেন্দেস নামের এক নৃত্যশিল্পীকে ২০০৪ সালে বিয়ে করেছিলেন রোনাল্ডিনহো। তবে মাত্র দুই বছর টিকেছিল সেই বিয়ে। নাতালিয়া আর রোনাল্ডিনহোর সন্তান হোয়াও।

তথ্যসূত্র: জি নিউজ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি