ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোকনুজ্জামান খান দাদাভাইয়ের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১৬, ৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৯৯ সালের ৩ ডিসেম্বর ঢাকায় ইন্তেকাল করেন তিনি। কচিকাঁচার মেলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করবেন।

তার পৈতৃক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভবানীপুর গ্রামে হলেও ১৯২৫ সালের ৯ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশায় নানাবাড়িতে তার জন্ম। শৈশবে মাকে হারিয়ে নানাবাড়িতে বড় হন তিনি। পড়াশোনা করেন পাংশা জর্জ স্কুলে। তিনি ১৯৪৮ সালে আবুল মনসুর আহমদ সম্পাদিত ইত্তেহাদ পত্রিকার শিশু বিভাগ `মিতালী মজলিশ` সম্পাদনার দায়িত্ব নেন। ১৯৫৫ সালে ইত্তেফাকে যোগ দেন ফিচার এডিটর হিসেবে। এ ছাড়াও, সওগাত প্রেস ও বেগম পত্রিকার পরিচালক ছিলেন তিনি। ১৯৫৬ সালে

প্রতিষ্ঠা করেন জাতীয় শিশু-কিশোর সংগঠন `কচিকাঁচার মেলা`। তার বিখ্যাত শিশুতোষ রচনাগুলোর মধ্যে অন্যতম `হাট্টিমা টিম টিম`, `খোকন খোকন ডাক পাড়ি` ও `আজব হলেও গুজব নয়`। সৃজনশীল ও সাংগঠনিক কর্মের পুরস্কারস্বরূপ তিনি পান বাংলা একাডেমি ও শিশু একাডেমি পুরস্কার, একুশে পদক ও জসীমউদ্‌দীন স্বর্ণপদক। এ ছাড়াও রোটারি ইন্টারন্যাশনাল ও রোটারি ফাউন্ডেশন ট্রাস্টির পল হ্যারিস ফেলো সম্মানে ভূষিত হন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি