ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোগীদের সাথে কোভিড চিকিৎসকদের ঈদ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২ আগস্ট ২০২০ | আপডেট: ১৮:১২, ২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

করোনা কালে কোভিড ইউনিটে বেড়েছে রোগীর চাপ। কর্তব্য পালনে নিরলস চিকিঃসকরাও। সম্মুখ সারির যোদ্ধারা পরিবার নয়, রোগীদের সাথে ভাগ করে নিচ্ছেন ঈদ আনন্দ। 

করোনা মহামারীতে সংক্রমণের শুরু থেকেই কোভিড ইউনিটে অতন্দ্র প্রহরীর মতই রোগীর পাশে আছেন ডাক্তার-নার্সরা। 
কোভিড নার্স অতসী বিশ্বাস বলেন, ঈদের দিনেও তারা রোগীর পাশে ছিলেন, সব সময়ই তারা রোগীর পাশে থাকবেন।

কোভিড-১৯ চিকিৎসক ডা. নায়লা লাবিবা সবাইকে ঈদ মোবারক জানিয়ে বলেন, তারা নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন, পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহবানও জানান তিনি।

সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য কোভিড চিকিৎসকরা পরিবার থেকে নিজেদের দীর্ঘদিন আলাদা রেখেছেন। রোগীদের সঙ্গেই ভাগাভাগি করছেন ঈদের আনন্দ।

কোভিড চিকিৎসক ডা. রতন দাস জানান, তারা বাসায় না থেকে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি