ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রোজার ব্যাপারে সালাহর সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২৬ মে ২০১৮

বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে একটায় ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ ক্লাব লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের মূল ভরসা মোহাম্মদ সালাহ।

পবিত্র রমজান মাস শুরু হয়ে যাওয়ায় সালাহকে নিয়ে বাড়তি কৌতূহল ছিল সবার। সালাহ কি রোজা রেখেই ফাইনাল খেলবেন?

২০১৪ বিশ্বকাপের সময় ফুটবলারদের রোজা রাখার প্রসঙ্গটি খুব আলোচিত হয়েছিল। আর এবারও প্রসঙ্গটি আলোচিত হচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বলে। মিসরের সংবাদমাধ্যম জানিয়েছিল, রোজা রেখেই ফাইনাল খেলতে নামবেন মিসরীয় ফরোয়ার্ড।

কিন্তু গতকাল শুক্রবার লিভারপুলের ফিজিও রুবেন পন্স জানিয়েছেন, এ-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আমরা মারবেয়ায় ছিলাম, পুষ্টিবিদ একটি পরিকল্পনাও দিয়েছিলেন। সে অনুযায়ী, শুক্রবার ও ম্যাচের দিন সালাহ রোজা রাখবে না। আর তাই কোনও প্রভাবও পড়বে না।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি