ঢাকা, বুধবার   ১৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোজা অবস্থায় এক হিন্দু নারীকে রক্ত দিলেন মুসলিম যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২৭ বছর বয়সী এক মুসলিম যুবক রোজা রাখা অবস্থায় এক হিন্দু নারীকে রক্তদান করেছেন। ওই নারী ২০১৭-১৮ সাল থেকে কিডনির সমস্যায় ভুগছেন, তার জরুরি রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। এই সংকটময় মুহূর্তে ধর্মীয় সীমানা পেরিয়ে রক্ত দিয়ে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করলেন যুবক নাসিম মালিতা।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের। মুসলিম যুবক নাসিম মালিতা রোববার বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ওই নারীকে রক্তদান করেন।

জানা যায়, সঙ্গীতা ঘোষ নদিয়ার মজদিয়ার বাসিন্দা। কিডনির সমস্যার কারণে তাকে নিয়মিত রক্ত সঞ্চালন করাতে হয় এবং রোববার তার তাৎক্ষণিকভাবে রক্তের প্রয়োজন হয়। ইমারজেন্সি ব্লাড সার্ভিস সংগঠন নাসিমের সঙ্গে যোগাযোগ করে। 

নাসিম মুর্শিদাবাদের পলাশির বাসিন্দা এবং বর্তমানে পড়াশোনার জন্য কাল্যাণীতে থাকেন। রোববার বিকালে অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গেই সাহায্য করতে রাজি হন। তিনি বিনা দ্বিধায় রক্তদান করেন, কোনো ধর্মীয় পরিচয় যাচাই না করেই।

একজন মুসলিম যুবকের রোজা রেখে এক হিন্দু নারীকে রক্তদান করার ঘটনা আধুনিক সমাজে নিঃস্বার্থ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নাসিমের দ্রুত সাড়া দেওয়ার জন্য রোগীর ছেলে সঞ্জু ঘোষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি