ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোটারীর বার্ষিক কর্মসূচী ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৬ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

জাতীয় প্রেসক্লাবে রোটারীর বার্ষিক কর্মসূচী ঘোষণা করেছেন রোটারী বাংলাদেশ এর গভর্ণর আশরাফুজ্জামান নান্নু। 

আশরাফুজ্জামান নান্নু আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রোটারীর ২০২৩-২৪ সেশনের বার্ষিক কর্মসূচী ঘোষণা করেছেন।

এ সময় তিনি বলেন, রোটারী বাংলাদেশ ২০২৩-২৪ অর্থবছরে দেশব্যাপী পাঁচ শতাধিক বৃহৎ প্রজেক্ট বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে রোটারীর সাবেক গভর্নর জামাল উদ্দীন আহমেদ, মুতাসিম বিল্লাহ ফারুকী, আইপিডিজি ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্নর নমিনি সাইফুল বারী, এ্যাডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরী, কসমোপলিটান রোটারীর প্রেসিডেন্ট রনজিত কুমার নাথ প্রমুখ বক্তব্য রাখেন।

গভর্নর আশরাফুজ্জামান নান্নু বলেন, মানবিক কার্যক্রম এবং দুর্যোগ মোকাবেলায় রোটারী ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করবে।

তিনি বলেন, রোটারী এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৯ হাজার কোটি টাকার সমপরিমান অর্থ শুধু পোলিও নির্মূলে ব্যয় করেছে। রোটারী দেশব্যাপী হাসপাতাল, স্কুল, বৃত্তিমূলক প্রশিক্ষন কেন্দ্র ইত্যাদি পরিচালনা করছে। এছাড়া রোটারী শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন, জলবায়ুখাত এবং দেশব্যাপী বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, রোটারী বাংলাদেশ জেলা ৩২৮১ বিশ্বের বৃহত্তম রোটারী সংগঠন। এর সদস্য সংখ্যা ৮৩০০ জন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি