ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রোদেলাকে রেখে বুবলীকে নিয়ে শুটিংয়ে শাকিব    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:১২, ২৫ সেপ্টেম্বর ২০১৮

কথা ছিল নতুন নায়িকা রোদেলাকে নিয়ে শাকিব খানের নতুন ছবির শুটিং শুরু হবে। কিন্তু সেটা না হয়ে বুবলীকে নিয়ে শুরু করলেন ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির শুটিং। শাপলা মিডিয়া প্রযোজিত ও শাহিন-সুমন পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নায়িকা শবনম বুবলী।

‘শাহেন শাহ’ ছবির মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করছেন নবাগতা রোদেলা জান্নাত। আজকেই তার নতুন পথের যাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে পিছিয়ে গেল তার শুটিং। সে জায়গায় কাজ করছে শাহিন সুমন পরিচালিত ছবি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির শুটিং।     

শাহিন সুমন বলেন, ‘আমরা শুটিং শুরু করেছি। টানা কাজের মাধ্যমে শুটিং শেষ করতে চাই। আজকের শুটিংয়ে শাকিব ও শবনম বুবলী অংশ নিচ্ছেন। আগামী দিনও এখানে শুটিং হবে।

অন্যদিকে ‘শাহেন শাহ’ ছবির শুটিং পিছিয়ে যাওয়া সম্পর্কে প্রযোজক সেলিম খান বলেন,‘নতুন এই ছবির শুটিং বিশেষ কারণে স্থগিত করা হয়েছে। তাই অন্যটির কাজ শুরু করেছি। শাহেন শাহ’র কাজ কয়েকদিনের মধ্যে শুরু করবো।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি