ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রোনালদোকে বেঞ্চে রাখায় অনুতপ্ত নন কোচ সান্তোস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১১ ডিসেম্বর ২০২২

বাঁচা-মরার ম্যাচে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে নামানো হয় ৫১ মিনিটে। ততক্ষণে এক গোলে পিছিয়ে পর্তুগাল। একের পর এক চেষ্টা করেও দলকে ফেরাতে পারলেন না সিআর সেভেন। মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে করুণ বিদায় নিয়েছে পর্তুগাল।

রোনালদো প্রথম একাদশে থাকলে চিত্রটা ভিন্ন হতে পারতো, এমন আক্ষেপ রোনালদো ভক্তদের। তবে এ নিয়ে অনুতপ্ত নন কোচ সান্তোস।

ম্যাচের পর পতুর্গাল কোচ বলেন, “এ নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। রোনালদো প্রথম একাদশে থাকলে কোনও কিছুই পরিবর্তন করতো না। সুইসদের বিরদ্ধে দুর্দান্ত খেলা দলে পরিবর্তন আনার কোনও কারণই দেখি না আমি।”

তবে এই সিদ্ধান্ত নেওয়া যে অনেক কঠিন ছিল বলে সান্তোস জানান, এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত। যেটা আমার হৃদয় থেকে নয়, মাথা থেকে এসেছে।

এরআগে সান্তোস বলেছিলেন, ‘রোনালদোর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, সব সময়ই ছিল। ১৯ বছর বয়স থেকে ওকে চিনি, ২০১৪ সালে আমি যখন পর্তুগালে আসি তখন জাতীয় দলে সে তারকা হয়ে উঠছে। তাকে এখনো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি