ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

রোনালদোর গোলে হার এড়ালো রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৯ এপ্রিল ২০১৮

চ্যাম্পিয়নস লিগের দুর্দান্ত রিয়াল মাদ্রিদের লা লিগায় আসলে যেন কী হয়ে যায়। অন্তত এবারের মৌসুমে দুইরকম রিয়াল মাদ্রিদকে দেখেছে ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা দলটি লিগের মধ্যম সারির দল অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে জিততেই পারলো না। তবে হারেওনি জিদানের দল। ১-১ গোলের এক অস্বস্তিকর এক ড্রয়ে ভ্যালেন্সিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগও হাতছাড়া করলো রিয়াল। অথচ এই বিলবাও দলটাই বার্নাব্যুতে শেষ ১২ ম্যাচের প্রতিটিতেই হেরেছে যেখানে গোল খেয়েছে ৪৪টি।

বিলবাওর বিপক্ষে মাঠে নামার আগে সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের ১১টি ম্যাচে কোনো জয় পায়নি রিয়াল। ১৮ বছরের ভেতর এটিই ঘরের মাঠে রিয়ালের সবথেকে বাজে ফর্ম। লা লিগাতেও রিয়ালে অবস্থা নড়বড়ে। এক ম্যাচ বিশ্রাম নিয়েই এদিন রিয়াল একাদশে ফিরেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে জিনেদিন জিদানের দল। ৭ মিনিটে বিলবাওর ইতুরাপাসের শট রুখে দেন রিয়াল গোলকিপার নাভাস। ৯ মিনিটে কার্ভাহালের শটে রোনালদো হেড করলে গোলকিপার পরাস্ত হলেও গোলবারকে পরাস্ত করতে পারেননি বিলবাওর বিপক্ষে ১৭ ম্যাচে ১৬ গোল করা রোনালদো। ১১ মিনিটে আবারো গোলের সুযোগ পায় রিয়াল। এবার আসেনসিওর শট রুখে দেন বিলবাওর গোলকিপার কেপা।

কেপা যেন একাই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন রিয়ালের আক্রমণভাগের সামনে। রিয়াল ফুটবলারদের একের পর এক আক্রমণ একাই প্রতিহত করতে থাকেন তিনি। ১৪ মিনিটে স্রোতের বিপরীতে অসাধারণ এক কাউন্টার এটাক থেকে গোল করে বসেন বিলবাওর ইনাকি উইলিয়ামস। গোল খেয়েই যেন আরো আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল। ১৯ মিনিটে মার্সেলোর বা পায়ের দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় তালুবন্দী করেন কেপা। ৩৭ মিনিটে আবারো রিয়ালের সামনে বাঁধা হয়ে দাঁড়ান কেপা। এবার ভাস্কুয়েজের শট রুখে দেন তিনি। কেপা প্রথমার্ধের সবথেকে দুর্দান্ত সেভটি করেন ম্যাচের ৪৪ মিনিটে। তিনজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে আসেনসিওর বা পায়ের শট রুখে দিয়ে বিলবাওকে ম্যাচে টিকিয়ে রাখেন কেপা।

বিরতি থেকে ফিরেও চলে রিয়াল খেলোয়াড়দের আধিপত্য। বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকলেও পরিকল্পিত কোনো আক্রমণই করতে পারছিল না জিদানের দল। ম্যাচের ৬৪ মিনিটে এগিয়ে যাওয়ার সবথেকে সহজ সুযোগটি হাতছাড়া করেন বিলবাওর গোলকিপার। তিন দফায় সুযোগ পেয়েও বল জালে পাঠাতে পারেননি বিলবাওর খেলোয়াড়রা। দে মার্কসের বারানো বলে পা ছোঁয়াতে পারেননি কেউ। সেই বলে কর্ডোবা শট নিলেও ব্লক করেন কার্ভাহাল, ফিরতি বলে গার্সিয়ার শট গোলবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় বিলবাও।

ম্যাচের একদম অন্তিম মুহূর্তে আবারো রিয়াল মাদ্রিদের ত্রাতা হিসেবে হাজির হন রোনালদো। মদ্রিচের দূরপাল্লার শটে অসাধারণ এক ব্যাকহিলের মাধ্যমে গোল করে রিয়ালকে সমতায় ফেরান পর্তুগিজ এই স্ট্রাইকার। শেষ ১২ ম্যাচে এটি রোনালদোর ২২তম গোল। ১-১ গোলের সমতায় থেকেই ম্যাচ অস্বস্তির এক ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগের ৩য় স্থানেই রইল রিয়াল মাদ্রিদ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি