রোনালদোর জেল!
প্রকাশিত : ২২:২০, ১৬ জুন ২০১৮
কর ফাঁকির মামলা যেন পর্তুগালের মহাতারকা রোনালদোর পিছুই ছাড়ছে না! বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে কর ফাঁকির মামলায় ২ বছরের জেলের কথা শুনেন। কিন্তু স্পেনের বিরুদ্ধে খেলায় এই খারাপ সংবাদের কোনো প্রভাব পরেনি বরং তাদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন রোনলদো।
কর ফাঁকি মামলায় রোনালদোর দুই বছর জেলসহ ১৬.৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ২০০ কোটি টাকা) জরিমানার সাজা দিয়েছে স্পেনের একটি আদালত। রোনালদো এই সাজা মেনে নিয়েছেন।
স্পেনের নিয়ম অনুযায়ী, ২ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাধারণত জেলে যেতে হয় না। তবে রোনালদোর আইনজীবীরা স্পেনের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছর রোনালদোর বিরুদ্ধে ১৪.৮ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনে স্প্যানিশ কর্তৃপক্ষ। রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল তারকা অবশ্য সেই অভিযোগ অস্বীকারই করেছিলেন। ২০১৭ সালের জুনে রোনালদো স্পেনের কর কর্তৃপক্ষকে ১৪ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চেয়েছিলেন। কর্তৃপক্ষ অবশ্য সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল।
এমএইচ/এসি