ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আল আহালিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে এদিন মাঠে নেমেই গোলের দেখা পান সিআরসেভেন। মাত্র ৪ মিনিটেই দলকে এগিয়ে নেন তিনি। 

১৭ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার টালিস্কা। ৩০ মিনিটে একটি গোল শোধ দিলেও প্রথমার্ধে যোগ করা সময়ে জোড়া গোল পূর্ণ করে আল নাসরকে ৩-১ গোলে এগিয়ে দেন টালিস্কা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় আল আহালি। তবে ৫২ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলে ৪-২ এ এগিয়ে যায় আল নাসর। 

শেষদিকে আরও একগোল শোধ দিলেও নাসরের পূর্ন পয়েন্ট পাওয়ায় বাধা হতে পারেনি আল আহলি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি