ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রোনালদোর জোড়া গোলে শিরোপা জিতল আল নাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ১৩ আগস্ট ২০২৩

সৌদি আবরে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের জোড়া গোলে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়শিপের শিরোপা জিতেছে আল নাসের।

কিং ফাহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কোনো দল। 

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে লিড নেয় আল হিলাল। ম্যাচের ফেরার মরিয়া চেষ্টা চালিয়ে ৭৪ মিনিটে সফলতা পায় আল নাসের। সৌদি ডিফেন্ডার সুলতান আল ঘানামের বাড়ানো বলে দলকে সমতায় ফেরান রোনালদো। 

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখান থেকে নাসেরকে এগিয়ে নেন সিআর সেভেন। সতীর্থের দূরপাল্লার শট পোস্টে গেলে ফিরে এলে হেডে বল জালে পাঠান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

এই লিড ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে আল নাসের।

গত মৌসুমে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর দেশটির এক নম্বর লিগ সৌদি প্রো-লিগ খেলেছিলেন রোনালদো। তবে চেষ্টা করেও ক্লাবকে শিরোপা জেতাতে পারেননি। রানার্সআপ হয়েছিল আল নাসের। কিন্তু এবার আর সে ভুল করেননি পর্তুগিজ তারকা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি