ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রোনাল্ডোর হ্যাটট্রিকে সমতায় পর্তুগাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৮, ১৬ জুন ২০১৮

পর্তুগালের তারকা ফুটবলার ও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে স্পেনের বিপক্ষে সমতায় এসেছে পর্তুগাল। ৮৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রী-কিকে পর্তুগালের জন্য সমতাসূচক এই গোলটি করেন রোনাল্ডো।

৮৬ মিনিটে স্পেন শিবিরের ঠিক বাইরে রোনাল্ডোকে ফাউল করেন স্পেনের জেরার্ড পিকে। ফ্রী-কিক নেওয়ার আগে বেশ হিসেব কষতে দেখা যায় রোনাল্ডোকে। শারীরিক ভাষায়ও বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল বিশ্ব ফুটবলের সবথেকে দামী এই খেলোয়াড়কে। ডান পায়ে নেওয়া শট শেষ পর্যন্ত গোল পোস্টের ডান দিকের ওপর দিয়ে চলে যায় জালে। স্পেনের গোলরক্ষক ডেভিড ডি জিয়া’র শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

শুক্রবার মধ্যরাতের ‘হার্টথ্রব হাই ভোল্টেজ’ ম্যাচে মুখোমুখি হয় স্পেন ও পর্তুগাল। মাত্র চার মিনিট পরেই পেনাল্টি থেকে পর্তুগালকে এগিয়ে নেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের শেষ দিকে (৪৪ মিনিটে) করেন দ্বিতীয় গোল। আর ম্যাচের দ্বিতীয় ভাগে এসে ৮৮ মিনিটে করেন শেষ গোলটি।

আন্তর্জাতিক বিশ্বকাপ ফুটবলের আসরে এটি ৫১ তম হ্যাটট্রিকের ঘটনা। তবে রোনাল্ডোর জন্য তা প্রথম।   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি