ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোববারের জনসভায় কর্মসূচি দিবেন শীর্ষ নেতারা: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা রোববারের সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা আগামীদিনের কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জনসভার অনুমতি পাওয়ার কথা জানিয়ে তিনি একথা বলেন।

রিজভী বলেন, আমাদেরকে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত জনসভার অনুমতি দেয়া হয়েছে। ইনশাল্লাহ, আগামীকাল (রোববার) একটি সফল জনসভা হবে। এই জনসভায় গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবেন। এ জনসভা হবে ঐতিহাসিক। যেখানে দলের শীর্ষ নেতারা আগামী দিনের দিক নির্দেশনা দেবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের জনসভায় অংশ নেয়ার জন্য আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি