ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রোববার সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ২২ মে ২০২০

আগামী রোববার সৌদি আরবে ঈদ উল ফিতর উদযাপিত হবে। আজ শুক্রবার দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে আগামীকাল শনিবার ৩০টি রোজা পূরণ শেষে পরদিন রোববার আরবের এ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর আরব নিউজ ও গালফ নিউজ’র। 

অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সেসব দেশে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে এসব দেশগুলোতেও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। 

এদিকে সৌদির সঙ্গে মিল রেখে ভারতের কেরালা রাজ্যেও ঈদ উদযাপিত হবে রোববার। দেশটির বাকি এলাকায় বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বাকি দেশগুলোয় সোমবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

করোনা ভাইরাসের প্রকোপের কারণে গোটা বিশ্বের মতো মুসলিম দেশগুলোতেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সে কারণে অনেক দেশেই স্বাভাবিকভাবে রমজানের তারাবিহ নামাজ পড়া যায়নি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশ এবার ঈদের জামাত হবে না বলেও জানিয়ে দিয়েছে। কিছু দেশ একেবারেই সীমিত উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি