ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রোমাঞ্চকর জয়ে সেমিতে সুইজারল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১৯ নভেম্বর ২০১৮

হ্যারিস সেফেরোভিচের হ্যাটট্রিকে বেলজিয়ামকে উড়িয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের টিকিট পেয়েছে সুইজারল্যান্ড। সোমবার গ্রুপপর্যায়ের এই ম্যাচে দলটি জয় পেয়েছে ৫-২ গোলে। শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও এই বড় ব্যবধানে হারতে হয়েছে বেলজিয়ানদের। তাই সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে কপাল পুড়েছে তাদের।
খেলার প্রথম ১৭ মিনিটেই থর্গান হ্যাজার্ড জোড়া গোল করে বেলজিয়ামকে এগিয়ে নেন। পরবর্তী রাউন্ডে যেতে হলে তখন অন্তত ৪ গোল করার প্রয়োজন ছিল সুইসদের। কঠিন সেই সমীকরণকে বাস্তবে রূপ দিল সুইসরা। হ্যারিস সেফেরোভিচের হ্যাটট্রিক কাজটা অনেক সহজ করে দেয়। রিকার্ডো রদ্রিগেজ ও এলভেদি একটি করে গোল করেন।
তাই এখন ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত হয়েছে সুইসদের।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি