ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোমান্টিক গান নিয়ে তাহসান-পূজা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:০১, ৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘একটাই তুমি’ শিরোনামের রোমান্টিক গান নিয়ে আবারও এক সঙ্গে হাজির হলেন তাহসান ও পূজা। গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। এটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)।

ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয় ‘একটাই তুমি’ গানের ভিডিও। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)। ডিওপি হিসেবে ছিলেন রাজু রাজ।

গানটির ভিডিওতে দেখা যায় একজন কর্পোরেট লাভারের বিভিন্ন পাগলামি।

শহরের বিভিন্ন বাসস্টপে চলন্ত বাসে ভিডিও ধারণ ছিলো বেশ চ্যালেঞ্জিং, জানালেন ভিডিও নির্মাতা। এতে মডেল হিসেবে আছেন- শার্লিনা ও সুমিত।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘পূজার সঙ্গে এর আগেও কাজ করেছি। ওর গানের গলা চমৎকার। আর গানটিও দু’জনের কণ্ঠ অনুযায়ী তৈরি করেছেন সংশ্লিষ্টরা। এক কথায় অসাধারণ। ভালো লাগবে দর্শক-শ্রোতাদের।

পূজা বলেন, ‘তাহসান ভাইয়া আমার অনেক পছন্দের শিল্পী। তার সঙ্গে আবারও গান করতে পেরে ভালো লাগছে। সব মিলিয়ে বলব, গতানুগতিক ধারার বাইরের কাজ হয়েছে এটি। ভিডিওটিও চমৎকার একটি গল্পে নির্মিত হয়েছে।’

গানটি দেখতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি