রোহিঙ্গাদের জন্য হাসপাতাল করে দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার
প্রকাশিত : ২২:২৪, ১৫ অক্টোবর ২০১৭
বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে একটি হাসপাতাল করে দেবে মালয়েশিয়া। ওই ‘ফিল্ড হাসপাতাল’ এ প্রায় তিন লাখ লোকের চিকিৎসাসেবা দেওয়া যাবে। এক মাসের মধ্যে এ হাসপাতালের কার্যক্রম শুরু হবে।
ঢাকা সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। এ সমস্যা সমাধানে মালয়েশিয়া আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’
বৈঠক শেষে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি জানান, হাসপাতালের বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন। সমস্যাটি সমাধানের জন্য বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়টিতেও তারা নজর রাখছেন।
ডব্লিউএন
আরও পড়ুন