ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গাদের জন্য ৫ লাখ কম্বল ও শীত বস্ত্র দিয়েছে ভারত সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ২৪ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য প্রায় ৫ লাখ কম্বল ও শীত বস্ত্র দিয়েছে ভারত সরকার।

আজ সোমবার কক্সবাজারের উখিয়ার ১২নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এসব শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিন ২৫০ রোহিঙ্গার মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে তা বিভিন্ন ক্যাম্পে বিতরণ করা হবে।

উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গার মাঝে চতুর্থবারের মতো ভারত সরকার ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় হাই কমিশন রোহিঙ্গাদের মধ্যে ২ লাখ পঁচিশ হাজার কম্বল, ২ লাখ সোয়েটার বিতরণ করবে। এছাড়া ভারত রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ শ’ সড়ক বাতি স্থাপন করছে।

সোমবার দুপুরে উখিয়ার বালুখালী জামতলী ১২ নং রোহিঙ্গা ক্যাম্পে শীত বস্ত্র বিতরণ কাজ উদ্বোধন করেন শরনার্থী ত্রাণ ও প্রত্যবাসন কমিশনার মো. আবুল কালাম।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট কর্মকর্তাসহ ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বছর রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অংশ হিসাবে ভারত সরকার ৯৮১ মেট্রিক টন চাল, ডাল, চিনি, তেল, বিস্কুট ও মশারী দিয়েছে।   

এসি 
     
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি