ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গাদের প্রত্যাবর্তণের সম্ভাবনা সহসাই নাই: পররাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ২৮ ডিসেম্বর ২০২৪

মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা সম্ভব নয়। এ কারণে আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে তিনি এই মন্তব্য করেন।

তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তারা গড়িমসি করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে কেউ শান্তিতে থাকতে পারবে না। 

ব্যাংককে মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তৌহিদ হোসেন জানান, ওই বৈঠকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যার সমাধান না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

এসময় ভারত, চীন, আমেরিকার সাথে ভালো সম্পর্কে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আর্থিকভাবে এগোতে  এসব দেশের সাথে সম্পর্ক রাখা জরুরি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রতি প্রবণতা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, দলগুলো অনেক সময় তাদের মূলনীতি থেকে সরে আসে, এবং জনগণের দায়িত্ব হলো তাদের সঠিক পথে পরিচালনা করা। সবসময় বলা হয়, 'দলের চেয়ে দেশ বড়', কিন্তু বাস্তবে অনেক সময় তার উল্টো চিত্র দেখা যায়।


এমবি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি