ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ অব্যাহত রাখবে আমেরিকা: রাষ্ট্রদূত

প্রকাশিত : ২১:৩১, ৯ জুলাই ২০১৯ | আপডেট: ২২:০৮, ৯ জুলাই ২০১৯

রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আমেরিকা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার বরিশালে তিনদিনের সফরে গিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ সরকার যেভাবে দাড়িয়েছে তার ভূয়সি প্রশংসা করেন তিনি। একইসাথে মার্কিন সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিতের জন্য নিরাপত্তা ও পরিবেশ সৃষ্টি করতে হবে আগে।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস ও ডিআইজি মো. শফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর দেড়টায় তিনি গ্রীনলাইনের একটি ওয়াটারবাসে নৌপথে বরিশাল পৌঁছেন। আগামীকাল তার পিরোজপুর ও ঝালকাঠি সফর করার কথা রয়েছে।

এনএম/কেআই

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি