ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে তাগিদ দেবে যুক্তরাষ্ট্র’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ১৭ মে ২০১৮ | আপডেট: ১৯:৪৮, ১৭ মে ২০১৮

মিয়ানমারে সমাজে বৈষম্য সমস্যা সমাধানের জন্য দেশটির সরকারকে আহ্বান জানিয়েছেন ইউএসএআইডির প্রশাসক মার্ক অ্যান্ডু গ্রিন। তিনি বলেন, আমি মিয়ানমারে যাচ্ছি। সেখানে গিয়ে তাদের বলবো তারা যেন তাদের কাজটি করে। আর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে যুক্তরাষ্ট্র তাগিদ দেবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় আমেরিকান ক্লাবে রোহিঙ্গা বিষয়ক এক গোলটেবিলে তিনি এসব কথা বলে।

মার্ক অ্যান্ড্রু গ্রিন বলেন, নতুন আসা কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে তাদের সঙ্গে ভয়াবহ ঘটনা ঘটার কথা শুনেছি। তারা সহিংসতার শিকার হয়েছে। এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।  

উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে মে পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট দুইশ সাত মিলিয়ন ডলার রোহিঙ্গা বাবদ সহায়তা করেছে। মার্ক অ্যান্ড্রু গ্রিন গত ১৪ মে বাংলাদেশে আসেন। পরদিন ১৫ মে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। আজ বৃহস্পতিবার তিনি মিয়ানমার যাচ্ছেন। 

একে//এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি