ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার প্রতিনিধিদলের বৈঠক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ২৮ জুলাই ২০১৯

রোহিঙ্গা নেতাদের সঙ্গে রোববার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছে মিয়ানমার ও আহা সেন্টারের প্রতিনিধি দল। গতকাল শনিবার এ প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসে।

জানা যায়, রোববার সকালে উখিয়ার কুতুপালং-৪ রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা নেতারা বরাবরের মতো নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রত্যাবাসনের বিষয়ে জটিলতা দূর হবে বলে প্রতিনিধিদল রোহিঙ্গা নেতাদের আশ্বাস প্রদান করে।

মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ের নেতৃত্বে একটি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক আহা সেন্টারের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা নেতাদের খোলামেলা আলোচনা করে।

পরে আন্তজার্তিক বিভিন্ন দাতা সংস্থা, এনজিও এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুরূপ বৈঠকে বসেন এবং রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। দুপুরে ১০ জন হিন্দু রোহিঙ্গা নেতা ও ৪ জন খ্রিষ্টান ধর্মালম্বী রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠকে বসে আলাপ-আলোচনা করে মিয়ানমারের প্রতিনিধি দল।

এমএস/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি