ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১৬ অক্টোবর ২০১৭

আশিয়ানভুক্ত দেশগুলো চাপ সৃষ্টি করলে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ  জাহিদ হামিদি। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া।

সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে ঘুরে নির্যাতিতদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয় বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছি আমরা।

এসময় মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদ ও স্থানীয় পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। এদিকে আজ সোমবার বিকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং কক্সবাজার আসছেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি