ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় দুইজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উখিয়ার জামতলী ক্যাম্প ও কুতুপালং লাল পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর ও ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকার ব্লক সি/১ এর রশিদ আহমেদের পুত্র কবির আহমেদ।

উখিয়া থানার ওসি শামীম হোসেন দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপের দুষ্কৃতকারীদল আজ সকালে নুরুল বশরকে গুলি ও কবির আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

উল্লেখ্য, গত  ১১ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এ সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছিলো।

 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি