ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২০ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১২:২২, ২০ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলিসহ এক আরসা কমান্ডারকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। 

নুরুল ইসলাম ১৩ নম্বর ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা গোলাম হোসেনের পুত্র এবং মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার একজন কমান্ডার।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আরসার একটি সন্ত্রাসী গ্রুপ ১৩ নম্বর ক্যাম্পের একটি গোপন আস্তানায় অবস্থান করছে। পরে বৃহস্পতিবার রাতে তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের উক্ত আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় আরসার কমান্ডার নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওই আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। 

৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: আমির জাফর জানান, আরসার এই কমান্ডারের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। পুলিশ সন্ত্রাসী গ্রুপের সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। 

গ্রেফতার নুরুল ইসলামকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি