ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজ আসছেন ইইউ মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ৩০ অক্টোবর ২০১৭

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ সোমবার ঢাকা আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কমন্ত্রী ক্রিস্টাস স্টাইলিয়ানাইডসঢাকাস্থ ইইউ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে

সোমবার ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস বাংলাদেশ সফরে এসে আগামীকাল মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পরে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরবেন তিনি।

এক টুইট বার্তায় ক্রিস্টাস বলেন, আমি মিয়ানমারে গিয়েছিলাম, সেখানে আমার উপলব্ধি হয়েছে রোহিঙ্গারা আরও পাওয়ার অধিকার রাখেন। তারা বিশ্বের কোনো মানুষের থেকে কম কিছু পেতে পারে না। তারা মৌলিক অধিকার পাওয়া যোগ্য, একটি সুনির্দিষ্ট ও সমৃদ্ধ ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে তারা।

তিনি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে সংকটময় মুহূর্ত পার করছে তা অস্বীকার করার নেই। এটা আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে। তিনি রোহিঙ্গাদের জন্য আরও ৩ কোটি ইউরো সহযোগিতার ঘোষণা দেন।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি