ঢাকা, বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি, চার মরদেহসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে শাহপরী দ্বীপের অদূরে বঙ্গোপসাগর দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন  নৌকা ডুবির ঘটনায় শিশুসহ ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নারী ও শিশুসহ ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) রোহিঙ্গা বোঝাই নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমে উপকূলের দিকে অনুপ্রবেশকালে নৌকা ডুবির এই ঘটনা ঘটে।  

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরী দ্বীপের পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগর পথে বাংলাদেশের অনুপ্রবেশকালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকা ডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী সাগরে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে।

বিজিবি আরও জানায় বিকালে স্থানীয় জেলেদের সহায়তায় সাগর থেকে এক শিশু ও তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি