রোহিঙ্গা সংকটে দরকার রাজনৈতিক সমাধান : রেডক্রস
প্রকাশিত : ১৯:০২, ২৬ অক্টোবর ২০১৭
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা যে ধরনের মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন তাকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছে আন্তর্জাতিক সেবা সংস্থা রেডক্রস। রোহিঙ্গা সংকটে বিশ্ব ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেডক্রিসেন্ট স্যোসাইটির প্রধান এলহাজ আস সি বৃহস্পতিবার এ কথা বলেন।
এলহাজ আস সি বৃহস্পতিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে এলহাজ আস সি বলেন, এই সংকটের রাজনৈতিক সমাধান দরকার। কোনো ধরনের বৈষম্য ছাড়া বিশ্ব নেতাদের রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব সহকারে নেয়ার জন্য আহ্বান জানান তিনি।
রাখাইনে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার প্রবেশের অনুমতি দেয়নি মিয়ানমার। মিয়ানমার নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে রাখাইনে গণহত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে।
তবে ২৫ আগস্টের পর সহিংসতায় বিধ্বস্ত রাখাইনের কিছু অংশে আটকে পড়া হাজার হাজার রোহিঙ্গাদের মাঝে জরুরি সহায়তা সরবরাহের অনুমতি পেয়েছে রেডক্রস। মিয়ানমারে এবং প্রতিবেশি বাংলাদেশে সহায়তা কার্যক্রম পরিচালনায় তহবিল গঠনের জন্য ৩৩ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছে।
এলহাজ আস সি বলেন, আমরা এখানের সংকটের মুখোমুখি হয়েছি। যা শুধু এই পরিসরেই নজিরবিহীন নয় বরং বহু ক্ষেত্রেই; যেখানে বঞ্চণার শিকার হচ্ছেন রোহিঙ্গারা। অন্যদের চেয়ে রাখাইনে প্রবেশে রেডক্রসের বড় ধরনের সুযোগ আছে। কিন্তু পুরো দায়িত্ব শুধুমাত্র রেডক্রসের ঘাড়ে বয়ে নেয়া সম্ভব নয়। সেখানে অন্যান্য মানবিক ত্রাণ সংস্থাগুলোকে প্রবেশের অনুমতি দিতে হবে।
রেড ক্রসের প্রধান বলেন, আমি কখনোই এত শিশুকে কোনো ধরনের সংকটে শরণার্থী হতে দেখিনি। শিশুরা এই সংকটের ভয়াবহতা দেখছে; কিন্তু এটি হওয়া উচিত ছিল না। এই শিশুরা তাদের শৈশব হারাচ্ছে।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন