র্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে চীন ও রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন ট্রাম্প
প্রকাশিত : ০৯:৩৬, ৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৬, ৮ সেপ্টেম্বর ২০১৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে চীন ও রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন বলে জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এনবিসি চ্যানেলের এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, ওবামার তুলনায় পুতিন বেশ ভালো নেতৃত্ব দিতে পারে। এসময় তিনি ইরাক যুদ্ধের বিরোধীতা করেন। এর আগে ফিলাডেলফিয়ায় এক নির্বাচনী প্রচারে দেশের নিরাপত্তার জন্য সেনা, বিমান ও নৌ শক্তি আরও বৃদ্ধি করবেন বলে জানান তিনি। একই অনুষ্ঠানে অপর প্রার্থী হিলারি ক্লিনটন তার সব্বোর্চ্চ ক্ষমতা দিয়ে সামরিক বাহিনীর চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবেন বলে জানান। এসময় তিনি তার ইমেইল কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে বলেন, কোন গোপনীয় বা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন ইমেল ফাঁস হয়নি।
আরও পড়ুন