ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

র‌্যাবের মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের ইতিহাসে ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম মুখপাত্র। এর আগে দায়িত্বপ্রাপ্ত আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি বাহিনীর অপারেশন উইংয়ের পরিচালকের অতিরিক্ত দায়িত্বও পালন করে আসছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি