ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

র‍্যাগিংয়ের অভিযোগে হাবিপ্রবির ৯ শিক্ষার্থীকে শোকজ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:০২, ৪ ফেব্রুয়ারি ২০২৩

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‌্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজকৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির একাউন্টিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। তিনি বলেন, একাউন্টিং বিভাগের ৯ শিক্ষার্থীকে ৫ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং নীতিমালা অনুযায়ী কেনো বহিষ্কার করা হবে না এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাশে হ্যাভেন সিটি নামক স্থানে ২৯ জানুয়ারি ডেকে নিয়ে র‍্যাগিং করা হয় ২২ ব্যাচের কিছু নবীন শিক্ষার্থীকে। বিষয়টি নিয়ে অভিযোগ করেন ২২ ব্যাচের এক শিক্ষার্থীর অবিভাবক। 

পরে বিষয়টি যাচাই-বাছাই করে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

র‍্যাগিং বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, র‌্যাগিং অবশ্যই নিন্দনীয় একটি কাজ। বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী ভর্তি হন তারা এমনিতেই নতুন পরিবেশ পান। এই পরিস্থিতিতে যতোদূর সম্ভব তাদেরকে সহযোগিতা করা উচিত। 

তিনি আরও বলেন, র‌্যাগিংয়ের সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। এরপর তাদের জবাব সন্তোষজনক না হলে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি