র্যাগিং এর অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা:প্রক্টর
প্রকাশিত : ২০:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ক্লাস আগামী (বৃহস্পতিবার) ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু। নতুন শিক্ষার্থীদের পদচারণায় ধীরে ধীরে মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাসের প্রতিটি ভবন, প্রতিটি জায়গা।
হাবিপ্রবির সবুজ চত্ত্বরে এসে উচ্ছ্বসিত সবাই। কিন্তু তাদের এই উচ্ছ্বাস আর আনন্দের মধ্যেও যেন ভাটা ফেলেছে র্যাগিং নামক বিকৃত মানসিকতার কিছু কুরুচিপূর্ণ আচার আচরণ। যার কারণে আনন্দ উচ্চাসের মুহুর্তের মধ্যে ভীতসন্ত্রস্ত এই নবীন শিক্ষার্থীরা। নতুন ক্যাম্পাস নতুন জায়গায় সবকিছুই অপরিচিত তাদের কাছে। উপরন্তু র্যাগিং নামক বিষয়টি আরও কোনঠাসা করে ফেলেছে তাদের।
ইতোপূর্বে এমনও ঘটনা ঘটেছে,পড়তে এসে অনেক শিক্ষার্থী র্যাগিং এর শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভর্তি হয়েও ক্লাস-পরীক্ষায় উপস্থিত না হয়ে দীর্ঘদিন অলস সময় পার করেছে বাসায়। এসব নানা দিক বিবেচনা করে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ক্লাসে আসা-যাওয়া করতে পারে সেজন্য র্যাগিং এর বিষয়ে সতর্ক করে দিয়েছেন সবাইকে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই হুশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং র্যাগিং এর শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। কোথাও কোন র্যাগিং এর অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই/
আরও পড়ুন