ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ল`ইয়ার্স মেডিটেশন সোসাইটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা শীর্ষক সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ২৩:০৬, ২০ মার্চ ২০২৪

ল'ইয়ার্স মেডিটেশন সোসাইটির উদ্যোগে ২০ মার্চ বুধবার ঢাকা আইনজীবী সমিতির রাষ্ট্রপতি জিল্লুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে 'রোজা: পুষ্টিবিজ্ঞান চর্চার অনন্য সুযোগ' এবং 'সমস্যা ও রোগমুক্তি ত্বরান্বিত করে কোরআনের অনুশীলন' শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপনা করেন ডা. দিওয়ান আসিফ জালাল এবং মওলানা সৈয়দ মুস্তাফা মুনীরুদ্দীন।

ডা. জালাল তার আলোচনায় বলেন যে, রোজার খাদ্যাভ্যাসের গবেষণা করে পৃথিবীর সেরা বিজ্ঞানীর গবেষণা করে অটোফেজি তত্ত্ব নোবেল পুরস্কার লাভ করেন। যা আজ সারা পৃথিবীর মানুষের কাছে স্বাস্থ্য সুরক্ষা অন্যতম প্রধান করণীয় হিসেবে চর্চা হচ্ছে।

অন্যদিকে মওলানা মুনীরুদ্দীন তার আলোচনায় বলেন যে, মানুষের জীবন ও স্বাস্থ্যের সব ধরনের সমস্যা মুক্তি ও নিরাময় তথ্য আল কুরআনের পরতে পরতে সন্নিবেশিত আছে। আরবের অবহেলিত জনপদ কোরআনকে অনুসরণ করে শারীরিক মানসিক আর্থিক নেতৃত্বের শীর্ষাসনে নিজেদেরকে অধিষ্ঠিত করেন। জনাকীর্ণ অডিটোরিয়ামে উপস্থিত আইনজীবীদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এড. মো: আব্দুর রহমান হাওলাদার, সাবেক সভাপতি এড. আব্দুল বাতেন সহ ৩৬৫ জন পুরুষ ও মহিলা আইনজীবী উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত এসোসিয়েটসদের মধ্যে হাদীস শরীফ বাংলা মর্মবাণী পেপার ব্যাক উপহার হিসেবে প্রদান করা হয়। প্রোগ্রামের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ মুস্তাফা মুনিরুদ্দীন। ঢাকা আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও কোয়ান্টাম প্রো-মাস্টার এড. মো: নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল'ইয়ার্স মেডিটেশন সোসাইটির আহবায়ক এড. মো: মুনিরুজ্জামান।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি