ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিবে হাবিপ্রবি

হাবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ২০:৩৭, ২৮ জুন ২০২১

পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নিজস্ব বাস। বিষয়টি নিশ্চিত করেছেন রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।

শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবার জন্য রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো: ইমরান পারভেজ স্বাক্ষরিত একটি বাস শিডিউল প্রকাশ করা হয়। বাস শিডিউল অনুযায়ী আগামীকাল থেকে মোট দশটি রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা ব্যবহার করে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীরা বাসায় পৌঁছাতে পারবে।

এ ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ সাংবাদিকদের জানান, 'লকডাউনে দিনাজপুরে আটকে পড়া শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগীয় শহরে পৌঁছে দিতেই আমরা শিক্ষার্থীদের পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সেক্ষেত্রে শর্ত হলো স্বাস্থ্যবিধি মেনে বাসে তার ধারণা ক্ষমতার অর্ধেক যাত্রী উঠতে পারবে'।

উল্লেখ্য,দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষিত হওয়ায় গত ২১ জুন চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। পরবর্তীতে লকডাউনে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতেই পরিবহন সুবিধা দিয়ে তাদের বাসায় পৌঁছে দেবার সিদ্ধান্ত নেয় হাবিপ্রবি প্রশাসন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি