ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

লক্ষ্মণের চোখে সৌরভই সেরা অধিনায়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২৯ আগস্ট ২০১৮

গত কয়েক বছর টেস্ট ক্রিকেটের মানচিত্রে অন্যতম উজ্জ্বল নাম ভারত। সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়া এককালে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙেছিল। আবার মহেন্দ্র সিং ধোনির জমানায় টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছিল ভারত। বর্তমানে সীমিত ক্রিকেটের পাশাপাশি টেস্টেও ‘সেরা’র তকমা ছিনিয়ে নিয়েছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানোর লড়াই টিম ইন্ডিয়ার। আর তারই মধ্যে গত আড়াই দশকের সেরা ভারতীয় একাদশ বেছে নিলেন ভিভিএস লক্ষ্মণ।

সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেরা ভারতীয় টেস্ট ক্রিকেটের ভিতকে শক্ত করেছিলেন। এককথায় টেস্টে তা ভারতের স্বর্ণ যুগ ছিল। সেই ভাবমূর্তি ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করেছিলেন ধোনি। আর সেই সাফল্যের ট্র্যাডিশন বয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর যেন ‘কোহলি অ্যান্ড কোম্পানি’। তাই স্বাভাবিকভাবেই লক্ষ্মণের দলে জায়গা করে নিয়েছেন ধোনি ও কোহলি।

তবে মজার বিষয় হল ভারতীয় টেস্ট ক্রিকেটের ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ নাম হওয়া সত্ত্বেও গত ২৫ বছরের সেরা একাদশ বাছাই করতে গিয়ে লক্ষ্মণ নিজেকেই সেই তালিকায় রাখেননি। কিন্তু প্রত্যাশিতভাবেই নিজের স্বপ্নের দলের অধিনায়ক হিসেবে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেই বেছে নিয়েছেন তিনি।

সৌরভের নেতৃত্বে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের ছবিটাই পালটে গিয়েছিল। তাঁর নেতৃত্বেই একাধিক নজির গড়েছিলেন লক্ষ্মণ, দ্রাবিড়রা। তাই লক্ষ্মণের কাছে নেতা হিসেবে সৌরভই শীর্ষে।

 ‘দ্য ওয়াল’ দ্রাবিড় ছাড়া তো ভারতীয় টেস্ট দল ভাবাই যায় না। আর দলে যে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার থাকবেন, তাও বলা বাহুল্য। তবে খানিকটা অপ্রত্যাশিতভাবে দলে জায়গা করে নিয়েছেন মুরলী বিজয়। বোলারদের তালিকায় শ্রীনাথ, কুম্বলে, জাহির খানের মতো কিংবদন্তিদের সঙ্গে রয়েছেন বর্তমান দলের ভুবিও।

একনজরে দেখে নিন ভিভিএস লক্ষ্মণের বাছাই করা প্রথম একাদশ...

বীরেন্দ্র শেবাগ, মুরলী বিজয়, রাহুল দ্রাবিড়, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, ভুবনেশ্বর কুমার, জাভাগল শ্রীনাথ এবং জাহির খান।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি