ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে গর্ভবতী মায়েদের সাস্থ্য সুরক্ষার ওষুধ ও খাবার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

লক্ষ্মীপুর পৌরসভার গর্ভবতী মায়েদের সাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে প্রয়োজনীয় ওষুধ ও সম্পুরক খাবার বিতরণ হয়েছে। 

আজ বুধবার দুপুরে জনতার ঘরে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার আয়োজনে গর্ভবতী মায়েদের কাছে সাস্থ্য সুরক্ষার ওষুধ ও সম্পুরক খাবার বিতরণ করা হয়। 

এ সময় পৌর মেয়র বলেন, একজন শিশু জাতির ভবিষ্যৎ। মা ও শিশুর স্বাস্থ্য ভালো রাখতে পারলে এই জাতির ভবিষ্যৎ উন্নতি হবে। তাই মা ও শিশুদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আমাদের সকলের। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, কাউন্সিলর উত্তম দত্ত, মহিলা কাউন্সিলর তাছলিমা আক্তার। 

পরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার উদ্যোগে পৌর শহরের পিটি আই স্কুল প্রাঙ্গন, কলেজ রোড এলাকায় র‌্যালী ও পরিস্কার পরিচ্ছিতা অভিযান চালানো হয়। এতে অংশ নিয়েছেন পৌরসভার পরিষ্কার-পরিচ্ছিন্ন কর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি