লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশিত : ০৯:৩০, ১১ জুলাই ২০১৮
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মো. সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রায়পুর থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার ভোরে উপজেলার সিংয়েরপুলে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলির খোসা ও তিনশ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোহেল দেনায়েতপুর গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে। সোহেলের বিরুদ্ধে রায়পুর ও চাঁদপুরের হাইমচরসহ অন্যান্য থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আজিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত ২২ মামলার পলাতক আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী রাত ৩টায় রায়পুর-চাঁদপুর সড়কের সিংয়ের পুল এলাকার একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। তখন সোহেলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়লে সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তার সহযোগীদের গুলিতেই আহত হয়। পরে পুলিশ গুলিবিদ্ধ আহত সোহেলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
একে//
আরও পড়ুন