ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

লঙ্কানদের ১৬৬ রানের লক্ষ্য দিলো টাইগ্রেসরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ১৬ জানুয়ারি ২০২৩

'আমরা চ্যাম্পিয়ন হতে চাই'- কঠিন এই কথাটা বড্ড সহজ ভঙ্গিতে এক ভিডিওবার্তায় বলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের সদস্য স্বর্ণা আক্তার। হয়তো অস্ট্রেলিয়াকে হারানোর পর এই কথাটা ভারী হয়ে যেত দলটির জন্য। তবে নারী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা যে মনে প্রাণে কথাটি বিশ্বাস করেন, সেই চিত্রই ফুটে উঠল শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে।

দক্ষিণ আফ্রিকার বেনোনির পার্ক বি ফিল্ডে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ১৬৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে টাইগ্রেসরা।

বাংলাদেশের তরুণীদের ব্যাটিং সামর্থ্যের অনেকটাই দেখা গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। তবে সেই ম্যাচে টাইগ্রেস ওপেনার আফিয়া প্রত্যাশা দারুণ শুরু পেলেও সেটি ধরে রাখতে পারেননি।

এই ম্যাচে অবশ্য একই ভুল করেননি এই ব্যাটার। আরেক ওপেনার মিস্টি সাহাকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন আফিয়া। যেখানে তার একারই সংগ্রহ ছিল ৫৩ রান। ৫টি চার ও ৩টি ছয়ে ইনিংসটি সাজান আফিয়া।

আফিয়ার বিদায়ের পর আউট হয়ে যান মিস্টিও। তিনি ১৪ রান করেন ২৪ বলে। টাইগ্রেসদের পক্ষে কেবল তিনিই ধীরলয়ে ব্যাটিং করেন এবং একশর কম স্ট্রাইক রেটে রান তোলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে দারুণ খেলা দিলারা আক্তার এবং স্বর্ণা এই ম্যাচেও ঝড়ো ইনিংস খেলেন। এই দুইজন তৃতীয় উইকেট জুটিতে তোলেন অবিচ্ছিন্ন ৮৬ রান।

যার মধ্যে স্বর্ণা ২৮ বলে ৩টি চার ও ২টি ছয়ে বরাবর ফিফটি ছুঁয়ে অপরাজিত থাকেন। অপর প্রান্তে দিলারার ব্যাট থেকে আসে ৩৬ রান।

লঙ্কানদের বিপক্ষে আজ জিতলেই 'এ' গ্রুপ থেকে সুপার সিক্স অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগ্রেসদের।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি