লজ্জাজনক হারের বৃত্তে নারী টাইগাররা
প্রকাশিত : ২১:৪৭, ৬ মে ২০১৮ | আপডেট: ২১:৪৯, ৬ মে ২০১৮
দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে ব্যার্থতার বৃত্তে আটকে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই ম্যাচে কেবল হার-ই নয়, রীতিমত লজ্জা-ই পেল নারী টাইগাররা। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেও হারতে হলো টাইগারদের। আজ রোববার পচেফস্ট্রমে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে পিছিয়ে গেল টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেও ১০৬ রানের ব্যবধানে হারে তারা।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে দেখেশোনেই এগোচ্ছিলো টাইগাররা। তাই প্রথম তিন ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ রান। তবে চতুর্থ ওভার থেকেই বিপদ শুরু হয় বাংলাদেশের। উইকেটে গিয়েই প্যাভিলিয়নে যাবার জন্য অস্থির হয়ে উঠেন ফারজানা-রুমানারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে-হারাতে ৩৯তম ওভারের পঞ্চম বলে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় রুমানাদের ইনিংস।
পাঁচ নম্বরে নামা উইকেটরক্ষক নিগার সুলতানা ২০ বলে ১৭, নয় নম্বরে নামা পান্না ঘোষ ৫৪ বলে অপরাজিত ২০ ও দশ নম্বরে নামা জাহানারা আলম ৪৩ বলে ১৮ রান করেন। তবে সানজিদা আলম ৫, মুরশিদা খাতুন ১, ফারজানা হক শুন্য, অধিনায়ক রুমানা আহমেদ ৬, ফাহিমা খাতুন ৮, জান্নাতুল ফেরদৌস শুন্য, সালমা খাতুন ৫ ও নাহিদা আক্তার ১ রান করে আউট হন। দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকা ও রাইসিবে এনতোজাকি ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য মাত্র ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো বেগ পেতে হয়নি প্রোটিয়াদের। ১৯৭ বল ও ৯ উইকেট বাকী রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৩২ রান করে সালমার শিকার হন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি ওপেনার লিজলি লি তবে লরা উলভারডত ৩৭ ও তৃষা চেটি ১৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার খাকা। কিম্বার্লিতে আগামী ৯ মে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ।
এমজে/