ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লজ্জার হার, সঙ্গে দুঃসংবাদ পেল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৬:২৩, ৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সাকিববিহীন বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর আফগানিস্তান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ছিল শান্ত বাহিনী। তবে আফগানদের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেতেও ভয়াবহ ব্যাটিং ধসে পরাজয়কেই সঙ্গী করেছে। 

লজ্জার এই পরাজয়ের পর আরো এক অস্বস্তির খবর টাইগার শিবিরে। বুধবার (৬ নভেম্বর) কিপিং করার সময়েই আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। যে কারণে ৭-নম্বরে ব্যাটিংয়ে দেখা গিয়েছিল তাকে। চোটের কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও তার সার্ভিস পাবে না বাংলাদেশ। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তার ভাষ্যমতে, গতকাল রাতেই আমি জেনেছি। তারা সন্দেহ করছে, যেহেতু ফ্র্যাকচার, সেহেতু দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত। আজকে কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে, সেগুলো হলেই বাকিটা জানা যাবে।

উল্লেখ্য, বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯ দশমিক ৪ ওভারে ২৩৫ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ৩৪ দশমিক ৩ ওভারে ১৪৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৯২ রানের এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আফগানরা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি