ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লতার ভক্ত ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের ভক্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বাচ্চন। যদিও ঐশ্বরিয়া নিজে গান খুব একটা গাইতে পারেন না। তবে এবার চেষ্টা করবেন। এমনটাই শোনা গেছে। অতুল মাঞ্জেকরের নতুন সিনেমা ‘ফ্যানি খান’-এ ঐশ্বরিয়াকে দেখা যাবে এক গায়িকার চরিত্রে।

যদিও ঐশ্বরিয়া এখনও এই চরিত্র নিয়ে মুখ খোলেননি। তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমাতে লতার ভক্ত এক জনপ্রিয় গায়িকার চরিত্রে অভিনয় করবেন অ্যাশ। তিনি আরও বলেন, ভারতের কোন গায়িকাই নাইটিংগেলখ্যাত লতা মঙ্গেশকরের প্রভাব এড়িয়ে যেতে পারেন না।

ঐশ্বরিয়া এই সিনেমায় লতার গাওয়া বিখ্যাত কিছু গান গাইবেন। এজন্য গল্পের প্রয়োজনে লতার গাওয়া কালজয়ী কয়েকটি গানের স্বত্ত্ব কেনার চেষ্টা চালাচ্ছেন ‘ফ্যানি খান’-এর অন্যতম প্রযোজক প্রেরণা অরোরা। সিনেমাতে অনিল কাপুরও অভিনয় করবেন। আর তার মেয়ের চরিত্রে যে মেয়েটি অভিনয় করবেন তার নামও হবে লতা।

এদিকে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া সম্পর্কে লতা বলেন, ‘ঐশ্বরিয়া আমার গানের ভক্ত জেনে খুব খুশি হয়েছি। সে দারুণ অভিনেত্রী। আমার বিশ্বাস পর্দায় আমার গানগুলো সে দারুণভাবে উপস্থাপন করতে পারবে।’

একই সঙ্গে লতা মঙ্গেশকর বাচ্চন পরিবারের প্রতিও তার ভালোবাসা প্রকাশ করেন। তিনি জানান, অমিতাভ এবং জয়া বাচ্চনের ভক্ত তিনি। এসময় অভিষেক-ঐশ্বরিয়াকে দারুণ জুটি বলে উল্লেখ করেন লতা। তার মতে, বাচ্চন পরিবার চলচ্চিত্র শিল্পের গর্ব।

সূত্র : বলিউড হাঙ্গামা

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি