ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৯:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২২

শিবাজি পার্কে শায়িত কিংবদন্তি লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতরত্ন লতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে বিকালেই তিনি মুম্বাই ছুটে আসেন।

কিংবদন্তি সংগীতশিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন তার বোন আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর, শচিন তেন্ডুলকর, শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুরসহ অনেকে। 

নিজ বাড়ি ‘প্রভুকুঞ্জ’ থেকে স্থানীয় সময় পৌনে ৬টার দিকে লতা মঙ্গেশকরের মৃতদেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। সবার প্রিয় লতা দিদি’র ‍মৃতদেহ সেখানে পৌঁছানোর আগে থেকেই এই কোকিলকোণ্ঠীর জনপ্রিয় গানগুলো শিবাজি পার্কে বাজানো হচ্ছে।

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ, রাজনীতিক, বলিউডের তারকারা একে একে শিবাজি পার্কে যান।

লতা মঙ্গেশকরের বোন ভারতের সংগীত জগতের আরেক কিংবদন্তি আশা ভোশলে, উষা মঙ্গেশকরসহ মঙ্গেশকর পরিবারের সদস্যরা শিবাজি পার্কে উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এসিপি প্রধান শরদ পাওয়ার, গীতিকার জাভেদ আখতার, ড্রিম গার্ল হেমা মালিনী, গায়িকা অনুরাধা পাড়োয়ালসহ আরো অনেকে প্রিয় লতাদি’র মৃতদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি