ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

লতা মঙ্গেশকরের অবস্থার ফের অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২২

উপমহাদেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে। আবারো ভেন্টিলেশনে দিতে হয়েছে এই কিংবদন্তি শিল্পীকে। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি। 

গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তার কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। তার পর থেকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন কিংবদন্তি। 

জানুয়ারি মাসের শেষের দিকে তার কোভিড মুক্তির খবর আসলে জানা যায়, নিউমোনিয়ার লক্ষণও নেই এই কিংবদন্তির শরীরে। 

কিন্তু শনিবার আবারও গণমাধ্যমে খবর আসে, শারীরিক অবস্থার অবনতি হয়েছে তার। শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে ৯২ বছরের এই শিল্পীর। 

প্রতীত সামদানির নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম সারাক্ষণ শিল্পীকে পর্যবেক্ষণে রেখেছেন । আপ্রাণ চেষ্টা করে চলেছেন তারা। সুরসম্রাজ্ঞীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অনুরাগীরাও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি